• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে মিথ্যা মামলা \ বাদীর কারাদন্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করায় বাদী মোছা: ইদফুল(৪০) কে দেড় বছরের কারাদন্ড দিয়েছে আদালত। 

২১ নভেম্বর দুপুরে জামালপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিনা আক্তার এই  দন্ডাদেশ প্রদান করেন।

১৯৯৬ সালের ২০ মে দেওয়ানগঞ্জ উপজেলার চঘারচর গ্রামের মকছেন আলীর ছেলে মো: গোলাপজল (৪৮) শাহজাতপুর গ্রামের মৃত খাজর আলীর মেয়ে মোছা: ইদফুলকে বিয়ে করেন। বনিবনা না হওয়ায় ২০২০ সালের ২৯ অক্টোবর গোলাপজল তার স্ত্রী ইদফুলকে তালাক দেন। 
২০২২ সালের ২৫ সেপ্টেম্বর  ইদফুল বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালতে মিথ্যা প্রমানিত হওয়ায় আসামী গোলাপজলকে বেকসুর খালাস দেন। একই মামলায় বাদীর বিরুদ্ধে দেড় বছরের বিনাশ্রম কারা দন্ডাদেশ প্রদান করেন। বাদী পক্ষের উকিল ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম। বিবাদীর পক্ষের উকিল ছিলেন এডভোকেট মোকাম্মেল হক। 
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর