• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ডা. মুরাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

জামালপুরের সরিষাবাড়িতে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের (ঈগল প্রতীক) নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও তার সমর্থকদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থক রানা সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রানা সরকার শুয়াকৈর গ্রামের আসাদ মণ্ডলের ছেলে। সোমবার রাতে ডা. মুরাদ হাসানের প্রতিনিধি কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহার নামীয় ২৫ জন ও অজ্ঞাত আরও ২০-২৫ জন নৌকা সমর্থককে আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনী ক্যাম্পে সোমবার রাত ১০টার দিকে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের কর্মী-সমর্থকরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ক্যাম্প ভাঙচুর ও ২০-২৫ জন সমর্থক আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল জানান, তাড়িয়াপাড়ায় ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে আমাদের লোকজন বসে ছিল। এ সময়ে নৌকা প্রতীকের লোকজন পরিকল্পিতভাব হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারপিট করে আহত করে। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় মামলা ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর