• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বঙ্গমাতা বিশ^বিদ্যালয়ের অংশীজন সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪  

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অংশীজন সভা ১২ মার্চ বিকেল সাড়ে ৩টায় ভিসির সভা কক্ষে অনুষ্ঠিত হয়। 

ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 
বিশ^বিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও প্রক্টও ড. এস.এম. ইউসুফ আলী এতে সভাপতিত্ব করেন।

 শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষাবিদ-স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ-কর্মচারি-কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা এতে অংশ গ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরির লোকদের মধ্যে বক্তব্য রাখেন-রেজিস্টার সৈয়দ ফারুক হোসেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. ইমরান হোসেন, বঙ্গমাতা বিশ^বিদ্যালয়ের সহকারি রেজিস্টার কৃষিবিদ আনিসুজ্জামান, ওসি তদন্ত কবির হোসেন, বিশ^বিদ্যালয় কর্মকর্তা-কর্মচারি পরিষদের সভাপতি মির্জা হালিম, আদ্রা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, অভিভাবক তোতা মিয়া, বিশ^বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি স্বাধীন এবং শিক্ষার্থী মিরাজ হাসান প্রমুখ। সভায় সমস্যা-সম্ভাবনাসহ বিশ^বিদ্যালয়কে আন্তর্জাতিক মানদন্ডে দাড় করানোর উপর গুরুত্বারোপ করা হয়। 
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর