• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহ গণহত্যা দিবসে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

জামালপুরের মেলান্দহে ২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শহিদদের স্মরণে বধ্যভূমিতে মোমবাতি প্রজ¦লন করা হয়। 

সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বধ্যভূমিতে প্রজ¦লন কর্মসূচির আয়োজন করে মুক্তিসংগ্রাম যাদুঘর নেটওয়ার্ক, শহিদ সমর থিয়েটার, রিপোর্টার্স ইউনিটি, কালচারাল ইউনিটি, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ভোর হলো শিশু সংগঠন। ১৯৭১ সালে এই স্থানে ড. মুহম্মদ হায়দারের লেখা ‘‘মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস জামালপুর জেলা’’ এবং সাংবাদিক শাহ জামাল রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা মেলান্দহ বইতে উল্লেখ, ডা. গোপাল দেব, গৌরগোপাল কর ও বারেক কসাইকে পাকবাহিনীরা ধরে এনে নির্যাতন শেষে গুলি চালিয়ে হত্যা করে। মেলান্দহ সিও অফিসের পূর্ব দিকে পরিত্যাক্ত জলাশয়ের ধারে জঙ্গলাকীর্ণ স্থানে (বর্তমান উপজেলা পরিষদ চত্বর) তাদের লাশ মাটিচাপা দেয়া হয়। অপরদিকে একই দিন সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর