• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৩০ মার্চ ‘এ’ গ্রুপের অগ্নিশিখা ও রেনেসাঁ পুনর্জাগরণের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে অগ্নিশিখা ২ রানে জিতেছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে অগ্নিশিখা দল প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা নির্ধারিত ২৪ ওভারের ম্যাচে ২৩.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩২ রান করে। (আকবর ৩৯, মোশারফ ৩৩, সিয়াদুল ১১, তুহিন ১০, চঞ্চল ৩/২৪, নুরুদ্দিন ৩/২০, বিপ্লব ২/১৯, অরণ্য ২/১৫, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৪)। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামার কথা থাকলেও রেনেসাঁ পুনর্জাগরণ দলের ওপেনার ব্যাটার ২০ মিনিট বিলম্বে মাঠে প্রবেশ করার কারণে ২ ওভার কমিয়ে ২২ ওভার করা হয়। তারা ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে। ফলে অগ্নিশিখা ২ রানে ম্যাচ জিতে যায়। (চঞ্চল ৩৭, অরণ্য ২৫, বিপ্লব ২০, মাহি ১৫, সীমান্ত * ১২, সিয়াদুল ২/২৮, শিপন ১/১৭, সিজাম ১/২২, মিরাজ ১/২৮, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৭)। ম্যাচসেরা হয়েছে বিজয়ী অগ্নিশিখা দলের আকবর। ম্যাচে আম্পায়ার ছিলেন মো. জাহাঙ্গীর ও হাফিজুর রহমান টিপু। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা আকবরের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা। ৩১ মার্চের ম্যাচ : ‘বি’ গ্রুপের ইউনাইটেড ক্লাব বনাম প্রতিশ্রুতি ক্লাব লাল। ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর