• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাড়ির সেফটি ট্যাংকে মিলল শিক্ষার্থীর লাশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৪  

জামালপুরের সরিষাবাড়ীতে সেফটি ট্যাংক থেকে নিখোঁজের চারদিন পর উজ্জল মিয়া (১৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন ও সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান। পরে বিকেল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একই এলাকার আবু সাইদ ও সাদ্দাম নামের দুইজনকে আটক করে পুলিশ। নিহত উজ্জল মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া পূর্বপাড়ার অসর আলীর ছেলে। উজ্জল শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে উজ্জলকে তার কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর নিখোঁজ হয় উজ্জল। পরে ২৭ মার্চ রাত ১১টায় পরিবারের লোকজন রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই সরিষাবাড়ী থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এদিকে, রোববার বাড়ির আঙিনায় তার বোন কাজ করতে ছিলেন। এ সময় টয়লেটের ট্যাংকি থেকে গন্ধ বের হয়। পরে ট্যাংকির মুখ খুলে উজ্জল মিয়ার লাশ শনাক্ত করে তার বোন ও পরিবারের লোকজন। এ ঘটনায় পুলিশে খবর দিলে দুপুর ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্যাংকির মধ্যে থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুরে প্রেরণ করা হবে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন জানান, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ দু’জনকে আটক করা হয়েছে। আরো যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর