• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

৫০০ টাকার জন্য ছোট্ট মুজাহিদকে ব্রহ্মপুত্রে ছুড়ে ফেলে শামিম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য মুজাহিদ (৫) নামে এক শিশুকে নদে ফেলে দিয়ে হত্যার ২০ দিন মরদেহ উদ্ধার করা হযেছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়াপাড়ার ব্রহ্মপুত্র নদ থেকে ঐ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত ১০ মে নিখোঁজ হয় ঐ শিশু। নিহত মুজাহিদ ঐ গ্রামের বাবুল আক্তারের ছেলে। এদিকে, এ ঘটনায় শামিম হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশ। সে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, ঘটনার দিন শিশু মুজাহিদ ৫০০ টাকার নোট নিয়ে বাড়ির পাশে একটি দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এ সময় শিশুটির কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নিয়ে যায় শামিম। এরপর শিশুটির কাছে থেকে টাকা কেড়ে নিয়ে নদে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিল শিশু মুজাহিদ। নিখোঁজের ২০ দিন পর বৃহস্পতিবার সকালে শিশুটির মরদেহ নদে ভেসে ওঠে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিখোঁজের পরদিন গত ১১ মে শিশু মুজাহিদের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত শামিমকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার শামিম ৫০০ টাকা কেড়ে নেয়ার জন্য ঐ শিশুকে নদীতে ফেলে হত্যার দায় স্বীকার করেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর