• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

দুই হাত পেতে ভোট চাইলেন মতিয়া চৌধুরী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী নির্বাচনী প্রচারণার সময় দুই পেতে ভোট চেয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মতিয়া চৌধুরী। মতিয়া চৌধুরী বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা অহর্নিশ দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সফল হলেই আমরা সফল হই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছেন। যদি নৌকাকে আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। তাই তার হাতকে শক্তিশালী করতে আবারো আপনারা নৌকা মার্কায় ভোট দিন। এসময় তিনি উপস্থিত ভোটারদের কাছে দুই হাত পেতে ভোট চেয়ে বলেন, আমি নৌকা মার্কা নিয়ে আপানাদের কাছে এসেছি। আশা করি আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। নিজের ভোটতো দিবেনই আরো ১০টি করে ভোট সংগ্রহ করবেন। পরে ভোটাররা দুই হাত তুলে নৌকা মার্কাকে সর্মথন জানান। জনসভায় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আমিনুল ইসলামসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর