• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

নির্বাচনে সাংবিধানিক ধারা ধ্বংস করার চক্রান্ত ব্যর্থ হয়েছে : ইনু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪  

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার মাধ্যমে নির্বাচন বানচাল করা অপচেষ্টা, সাংবিধানিক ধারা ধ্বংস করার চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা সমুন্নত রেখে যথাসময়ে সংসদের কার্যক্রম চালু হয়েছে। সুতরাং বাংলাদেশে অস্বাভাবিকভাবে সরকার বদলের চক্রান্ত মুখ থুবড়ে পড়েছে, ব্যর্থ হয়েছে। আজ শুক্রবার দুপুরে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুবজোটের জাতীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। এতে কার্যকারী সভাপতি আমিনুল আজিম বনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ, গবেষণা হচ্ছে উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সরকার উৎখাতের চক্রান্তের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ও দেশের জন্য রাজনৈতিক সাফল্য। এই সাফল্যের উপর দাড়িয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে।’ তিনি বলেন, ‘যারা বিগত ৫ বছর ধরে সরকার উৎখাতের হুংকার ছেড়েছে, চক্রান্ত করেছে, চেষ্টা করেছে তারা তাদের লক্ষ্য হাছিলে ব্যর্থ হলেও হাল ছেড়ে দেয়নি। রাজনীতির অঙ্গনে বিএনপি-জামায়াত, কতিপয় রাজনীতিক মোল্লারা নির্বাচনত্তোর পরিস্থিতিতে আবারও সরকার উৎখাতের আওয়াজ তোলার চেষ্টা করছে।’ জাসদ সভাপতি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এবার অস্বাভাবিকভাবে ক্ষমতা দখলের চক্রান্ত বাদ দিয়ে সাংবিধানিক ধারার মধ্যে থেকে কিভাবে সমাজের, রাজনীতির, গণতন্ত্রের, অর্থনীতির ত্রুটি-বিচ্যুতিগুলো সংশোধন করা যায় সে বিষয়ে মনোনিবেশ করুন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর