• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

এক নেতার একাধিক পদে দিশেহারা বিএনপি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪  

সবশেষ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর দলে এক নেতার এক পদ নীতি জোরালো হলেও কার্যক্ষেত্রে তার কোনো পরিবর্তন হয়নি। এখনো একাধিক পদ দখল করে আছে বিএনপির সিনিয়র নেতারা। কাউন্সিল অধিবেশনে এক নেতার এক পথ ঘোষণার পর ২০১৬ সালের ২ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব পদ ধরে রেখে কৃষক দলের সভাপতি এবং ঠাকুরগাঁও জেলা বিএনপি থেকে পদত্যাগ করেন। তাকে অনুসরণ করে দলের আরো বেশ কয়েকজন এক পদ ধরে রেখে বাকি পদগুলো থেকে পদত্যাগ করেন। তবে মির্জা ফখরুল এখনো দুটি পদ আঁকড়ে আছেন। একটি দলের মহাসচিব অন্যটি স্থায়ী কমিটির সদস্য। খোঁজ নিয়ে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও তার স্থায়ী কমিটির সদস্য পদের সঙ্গে দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান পদ ধরে রেখেছেন। এ তালিকায় রয়েছেন স্থায়ী কমিটির আরেকজন সদস্য সেলিমা রহমান। এ পদের পাশাপাশি দলের নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দফতরের দায়িত্বে রয়েছেন রুহুল কবির রিজভী। চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব পাবনা জেলা বিএনপির সভাপতি, আব্দুস সালাম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, আমানউল্লাহ আমান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, ফরহাদ হালিম ডোনার ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক, সৈয়দ মেহেদী রুমী কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা। যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সম্পাদকমণ্ডলীর মধ্যে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি, মিডিয়া সেলের সদস্য সচিব কায়সার কামাল আইনবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন জামালপুর জেলার আহ্বায়ক, সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী পেশাজীবী পরিষদের সদস্য সচিব, মিডিয়া সেলের সদস্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, মিডিয়া সেলের সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার মিডিয়া সেলের সদস্য, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা মিডিয়া সেলের সদস্য, মোরশেদ হাসান খান সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের পাশাপাশি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের মহাসচিব এবং মিডিয়া সেলের সদস্য। কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ইশরাক হোসেন আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য, মীর হেলাল নির্বাহী কমিটির সদস্য, মিডিয়া সেলের সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক মধ্যম শ্রেণির নেতা বলেন, দলে শৃঙ্খলা ফেরাতে ও চেইন অব কমান্ড রক্ষার স্বার্থে সবশেষ অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ঘোষিত এক নেতার এক পদ বাস্তবায়ন করা জরুরি। তাহলে তরুণ ও ত্যাগী নেতারা দলে জায়গা পাবে এবং দলের অবস্থা উন্নয়নে কাজের পরিবেশ পাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর