• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রাজধানীতে বৃষ্টি, জলাবদ্ধতা-যানজটে অসহনীয় ভোগান্তি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

রমজানের শুরু থেকেই রাজধানীতে বেশ গরম অনুভূত হচ্ছে। রোজাদারদের জন্য কখনো কখনো তা বেশ কষ্টকরও হয়ে উঠছে। তবে মঙ্গলবার দুপুরে গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য শীতল পরশ নিয়ে আসে হঠাৎ বৃষ্টি। এ বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে অনেক। বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও যানজট। ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজট কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকা ঘুরে দেখা গেছে, বিকেলের ঘণ্টা খানেকের বৃষ্টির পর এসব এলাকার রাস্তায় রাস্তায় পানি জমে আছে। ফলে যানবাহনগুলো গতি কমিয়ে চলতে হচ্ছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে। বৃষ্টির পর সৃষ্ট যানজট নিয়ে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যান চলাচলে ধীরগতি ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরো বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। আমরা যানজট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর