• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

টেলিগ্রাম করা যাবে ‘সিক্রেট চ্যাট’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

টেলিগ্রাম অ্যাপ সবসময়ই প্রাইভেসি ইস্যুতে ‘বাহবা’ পেয়ে থাকে। টেলিগ্রামে বাই ডিফল্ট সব চ্যাট, এন্ড-টু-এন্ড এনক্রিপশনের বদলে সার্ভার-সাইডে এনক্রিপ্টেড থাকে। ব্যতিক্রম হলো সিক্রেট চ্যাট, যা এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে। তাই তুলনামূলক বেশি সিকিউরড মেসেজিংয়ের জন্য সিক্রেট চ্যাট ফিচারটি ব্যবহার করা যেতে পারে।
মূলত টেলিগ্রাম ক্লাউডভিত্তিক হলেও সিক্রেট সব চ্যাট ক্লাউডে সংরক্ষণ থাকে না। তাই যে ডিভাইসে সিক্রেট চ্যাট করা হবে, তা বাদে অন্য কোনো ডিভাইস বা ওয়েবে টেলিগ্রামে লগইন করলে সাধারণ সব চ্যাট পাওয়া গেলেও সিক্রেট চ্যাটগুলো পাওয়া যাবে না। ডিভাইস থেকে হারিয়ে গেলে তা ক্লাউড থেকে রিকভার করার সুযোগ থাকে না।

সিক্রেট চ্যাট চালু করতে প্রথমে যাকে মেসেজ পাঠানো হবে, তার প্রোফাইলে যেতে হবে। এবার ওপরের থ্রি-ডটে ক্লিক করে ‘স্টার্ট সিক্রেট চ্যাট’ অপশনে ক্লিক করতে হবে। কনফার্ম করার জন্য আবার স্টার্ট বাটনে ক্লিক করলেই সিক্রেট চ্যাট চালু হয়ে যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর