• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

দ্রুতগতির ‘এম ৩’ চিপ বাজারে আনল অ্যাপল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩  

নতুন চিপ বাজারে আনল অ্যাপেল। এম ৩ নামের এই চিপটি আগের কম্পিউটারের তুলনায় নতুনগুলোতে আরো ভালো পারফর্ম্যান্স দেবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালে অ্যাপেলের তরফে বেশ কিছু কম্পিউটার বাজারে লঞ্চ করা হয়েছে, যার মধ্যে রয়েছে এই নতুন এম ৩ চিপ।

অ্যাপেলের তরফে জানানো হয়েছে যে তিনটি চিপ মডেল তারা বাজারে এনেছে যার মধ্যে হল এম ৩, এম ৩ প্রো, এবং এম ৩ ম্যাক্স। এবং এই তিনটিই ৩ ন্যানোমিটার প্রযুক্তি দিয়ে তৈরি বলে জানিয়েছে সংস্থা।

দ্রুতগতির সিপিইউয়ের পাশাপাশি এর মধ্যে রয়েছে উন্নতমানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট যার মাধ্যমে রে ট্রেসিং, মেস শেডিং এবং ডাইনামিক ক্যাচিংয়ের মত বিষয়গুলি করা যাবে সহজভাবেই।

১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো যার মধ্যে এম ৩ চিপ রয়েছে তার দাম পড়বে ১৯৯৯ ডলার।  ১৬ ইঞ্চি এম ৩ প্রো-র দাম পড়বে ২৪৯৯ ডলার। এই ল্যাপটপগুলি মিলবে প্রিঅর্ডারের ভিত্তিতে এবং ৭ নভেম্বর থেকে বাজারে মিলবে এই ল্যাপটপ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর