• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ভার্চ্যুয়াল কলে ২ মিনিটেই ২০০ কর্মীকে ছাঁটাই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

যাত্রা শুরু করেছে ২০২৪ সাল। নতুন বছরকে ঘিরে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর নানা কর্মপরিকল্পনা থাকে। তাই বলে কি বছরের শুরুতেই বড়সংখ্যক কর্মী ছাঁটাই করবে? বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনটিই করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি ফ্রন্টডেস্ক। মঙ্গলবার গুগল মিটের মাধ্যমে ২ মিনিটের ভার্চ্যুয়াল কলে ২০০ কর্মীকে ছাঁটাই করে কোম্পানিটি। জানা গেছে, ছাঁটাই হওয়া এসব কর্মীর মধ্যে পূর্ণকালীন, খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক—সব ধরনের কর্মী ছিলেন। তারা ভার্চুয়াল কলে যুক্ত ছিলেন। প্রযুক্তিবিষয়ক অনলাইন নিউজপোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, ঐ ভার্চুয়াল কলে ‘কোম্পানির আর্থিক দুর্দশার’ কথা তুলে ধরেন ফ্রন্টডেস্কের সিইও জেসসে ডেপিন্টো। দেউলিয়া ঘোষণার বিকল্প হিসেবে কোম্পানিকে রাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। মূলত, নতুন প্রতিষ্ঠানটি বাজারদরে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ইজারা নেয় এবং তা মেরামত করে স্বল্প সময়ের জন্য ভাড়া দেয়। বিশ্বজুড়ে ৩০টির বেশি দেশে সক্রিয় প্রতিষ্ঠানটি। মূলধন থেকেই আগাম ব্য়য় বেড়ে যাওয়া এবং চাহিদা ও বাজারদরের তারতম্যের কারণে টিকে থাকতে হিমশিম খাচ্ছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটি জেটব্লু ভেনচার্স ও ভেরিটাস ইনভেস্টমেন্টসের কাছ থেকে ২ কোটি ৬০ লাখ পর্যন্ত বিনিয়োগ পেয়েছিল। ফ্ল্যাট ইজারা থেকে সরে পুরো ভবন ব্যবস্থাপনার পরিকল্পনা করছিল কোম্পানিটি। কিন্তু ওই পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীরা সন্তুষ্ট ছিল না এবং সেটা সফলও হয়নি। পরে আরো বিনিয়োগ টানার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। এসব সংকট দূর করার জন্য কোম্পানিটি এ বিশালসংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ পদক্ষেপের কারণে কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর