• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ইনফিনিক্সের নোট ৪০ সিরিজ: অ্যান্ড্রয়েডে ম্যাগনেটিক চার্জিং

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

ইনফিনিক্স, শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমবারের মতো ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি চালু করেছে। 

সম্প্রতি মালয়েশিয়ার এফ-ওয়ান ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত এক বৈশ্বিক আয়োজনে নতুন নোট ৪০ সিরিজ লঞ্চ করে ব্র্যান্ডটি এই যুগান্তকারী বৈশিষ্ট্য উন্মোচন করে।

ম্যাগচার্জ: অ্যান্ড্রয়েড বাজারে এটি এক বিপ্লব। ইনফিনিক্সের ম্যাগকিট এই সুবিধাজনক চার্জিং অভিজ্ঞতা নিশ্চিত করে। কিটটিতে ম্যাগকেস (ফোনের ব্যাক কভার), ম্যাগপ্যাড (চার্জিং প্যাড) এবং ম্যাগপাওয়ার (চৌম্বকীয় পাওয়ার ব্যাংক) অন্তর্ভুক্ত।

নোট ৪০ সিরিজের স্মার্টফোনগুলোতে (নোট ৪০, নোট ৪০ প্রো, নোট ৪০ প্রো ৫জি এবং নোট ৪০ প্রো+ ৫জি) ম্যাগচার্জ পাওয়া যাবে। এছাড়াও, সিরিজটিতে অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০, ১০০ ওয়াট পর্যন্ত মাল্টি-স্পিড ফাস্টচার্জ এবং ২০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ রয়েছে। বিভিন্ন ধরণের চার্জিং মোড ব্যবহার করার জন্য একটি কাস্টম চিপও দেওয়া হয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্য:

১২০ হার্জ প্রাণবন্ত থ্রিডি-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে
ওআইএস সাপোর্টসহ শক্তিশালী ১০৮ মেগাপিক্সেলের সুপার-জুম ক্যামেরা সিস্টেম
অ্যাক্টিভ হ্যালো লাইটিং
ইনফিনিক্সের প্রোডাক্ট ডিরেক্টর উইকি নিইয়ে বলেন, "নোট ৪০ সিরিজ চার্জিং প্রযুক্তিতে এক যুগান্তকারী পরিবর্তন। চিতা এক্স১ চিপ অলরাউন্ড ফাস্টচার্জকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ম্যাগচার্জ অ্যাক্সেসরি কিট ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন চার্জিং অভিজ্ঞতা দেবে।"

গত বছর, ইনফিনিক্স নোট ৩০ সিরিজ বাজারে এনেছিল অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তিসহ। এতে ৬৮ ওয়াটের ওয়্যারড চার্জিং, ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং, বাইপাস চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর