• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

স্যামসাং টিভিতে এখন দেখা যাবে টফি’র আকর্ষণীয় কনটেন্ট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

সুখবর! স্যামসাং অ্যাপ স্টোরে সম্প্রতি টফি অ্যাপ যুক্ত করেছে। এর ফলে এখন থেকে বাংলাদেশের স্যামসাং টিভি ব্যবহারকারীরা তাদের টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করে টফির দুর্দান্ত সব কনটেন্ট উপভোগ করতে পারবেন।

স্যামসাং টিভিতে টফি অ্যাপ ব্যবহারের সুবিধা:

সুরক্ষিত প্ল্যাটফর্ম: টফি অ্যাপ স্যামসাং-এর সুরক্ষিত টাইজেন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। নক্স প্ল্যাটফর্ম দ্বারা সুরক্ষিত এই অপারেটিং সিস্টেম ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় মাল্টি-লেয়ার বিশিষ্ট নিরাপত্তা প্রদান করে।
বিপুল পরিমাণ কনটেন্ট: টফি দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এটিতে দেশের সর্বোচ্চ সংখ্যক টিভি চ্যানেল (যেকোন অ্যাপের তুলনায়), অসংখ্য ভিডিও কনটেন্ট, এক্সক্লুসিভ ভিডিও ও টেলিফিল্ম রয়েছে।
ইউজার জেনারেটেড কনটেন্ট: টফি দেশের প্রথম ক্রিয়েটর’স প্ল্যাটফর্ম। এখানে ইউজাররা সহজেই তাদের নিজস্ব ভিডিও আপলোড করে আয় করতে পারবেন।
স্যামসাং টিভির উচ্চমানের ছবি: টফি অ্যাপের মাধ্যমে স্যামসাং টিভি ব্যবহারকারীরা বৈশ্বিকভাবে বিগত ১৮ বছর ধরে এক নম্বর টিভির মানসম্পন্ন পিকচার কোয়ালিটিতে অনেকগুলো টিভি চ্যানেল দেখার সুবিধা উপভোগ করবেন।
টফি অ্যাপ ব্যবহারের পদ্ধতি:

স্যামসাং টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করার জন্য স্যামসাং অ্যাপ স্টোরে যান।
"টফি" অ্যাপটি অনুসন্ধান করুন এবং ইনস্টল করুন।
অ্যাপটি খুলুন এবং আপনার টফি অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
আপনার পছন্দের কনটেন্ট উপভোগ করুন!

এই অসাধারণ সুযোগ হাতছাড়া না করে আজই আপনার স্যামসাং টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করুন এবং টফির আকর্ষণীয় কনটেন্টের সমাহার উপভোগ করুন!

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর