• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক জামালপুর

মেসির দলবদলে নিশ্চিত নন বার্সা কোচ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সর্ম্পক ছিন্ন হয়ে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে গুঞ্জন রয়েছে মেসি ফিরছে তার সাবেক ক্লাব বার্সেলোনায়। পরের মৌসুমে মেসিকে বার্সায় দেখা যাবে কি না?— বার্সেলোনার কোচ জাভিকে এমন প্রশ্ন শুনতে হচ্ছে নিয়মিত।
উত্তরে সমর্থকদের আশাবাদী হওয়ার মতো কোনো উত্তর দিতে পারেননি বার্সা বস। তিনি বলেন ‘মেসির বার্সেলোনায় আসার বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করছে। লিও (মেসি) আমার বন্ধু, ফুটবলার হিসেবে সে অসাধারণ। তার পরও এ ফুটবলারের বার্সায় ফেরার বিষয়টি নিশ্চিত নয়। কারণ এখানে আসার বিষয়ে তার মনোভাব ও সে কী চায় সেটাও জরুরি’—মেসির দলবদল ইস্যুতে বলছিলেন জাভি। 


সম্প্রতি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেসি সৌদি আরবের ক্লাবে যাচ্ছেন। যদিও মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, সৌদি আরবে না গেলে বার্সেলোনা ও ইন্টার মিয়ামি হতে পারে মেসির গন্তব্য। জাভি নিশ্চিত না হলেও বার্সেলোনা সমর্থকরা আশাবাদী হয়ে উঠছেন ক্লাবের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর