• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩  

এক ম্যাচ হাতে রেখেই সফরকারী বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড দল। এজন্য সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি কিউইদের কাছে স্রেফ আনুষ্ঠানিকতার। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

নেপিয়ারের ভেন্যুটি টাইগারদের জন্য বিভীষিকার নাম হলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ঐ জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ঐ জিনিসটা না হয়।’

এদিকে ঘরের মাঠে জয়ের ধারায় থাকতে চান ব্ল্যাক ক্যাপ কোচ গ্যারি স্টেডও। তার কথায়, ‘সব ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতা সহজ কোনো কাজ নয়। মাঠে আমাদেরকে অনেক কাজ সঠিকভাবে পরিচালনা করে তবেই জয় পেতে হয়। সব ম্যাচই আমাদের জেতার জন্য যেতে হবে।’ 

লজ্জা এড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ একাদশে সুযোগ না পাওয়া তানজিদ তামিম শেষ ম্যাচের একাদশে দলে সুযোগ পেতে পারেন। আর সেটি হলে বাদ পড়তে পারেন লিটন দাস।

প্রথম ম্যাচে ভালো করার সুবাদে তৃতীয় ওয়ানডেতে আরেকটি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়ের। এছাড়া আরো একটি পরিবর্তনও হতে পারে শেষ ওয়ানডেতে। 

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, রিশাদ হোসেন/আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর