• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গোলরক্ষক ইয়ারজানকে পঞ্চগড়ে সংবর্ধনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের নায়ক বাংলাদেশ দলের গোলরক্ষক ইয়ারজান বেগম। শিরোপা জয়ের পর প্রথম বাড়ি ফিরেছেন গতকাল শনিবার। টুকু ফুটবল একাডেমি আর এলাকার মানুষের সংবর্ধনায় অশ্রুসিক্ত ইয়ারজান। ভাঙাচোরা বাড়ির উঠোন মানুষে ভরা। বাড়ি ফিরেই মাকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। তার মা ও স্বজনরাও অশ্রুসিক্ত হয়ে পড়েন। পরে একে একে সবার সাঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ইয়ারজান। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর আগে দুপুরে টুকু ফুটবল একাডেমির উদ্যোগে তাকে ফুলের মালা পরিয়ে পিকআপে করে পুরো পঞ্চগড় শহর প্রদক্ষিণ করানো হয়। জয়ের নায়ক ইয়ারজানকে এক নজর দেখতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ। অনেকের সঙ্গেই সেলফি তুলছেন। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি এলাকার আব্দুর রাজ্জাক ও রেণু দম্পতির উঠোন এখন মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এ সময়। একপাশে চলছে জেলা প্রশাসনের উদ্যোগে দুইকক্ষ বিশিষ্ট পাকা ঘর নির্মাণের কাজ। অন্যদিকে ইয়ারজানকে ঘিরে উৎসব। ইয়ারজান বলেন, আমি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলে খেলতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এভাবে দেশের জন্য শিরোপা এনে দিতে পারি। আমি কৃতজ্ঞতা জানাই আমার কোচ টুকু রেহমান, আমার বাবা মাসহ যারা আমাকে খেলার সুযোগ করে দিয়েছেন সবার প্রতি। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এলাকার সম্পদ ফুটবলকন্যা ইয়ারজান। তাকে যেন আর কুড়ে ঘরে থাকতে না হয় সেজন্য আমরা দুই কক্ষের সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছি। আমরা সব সময় তার পাশে রয়েছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর