• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ক্রীড়া সংগঠক ইউসুফ আর নেই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

না-ফেরার দেশে পাড়ি জমালেন অন্তঃপ্রাণ ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইউসুফ। হকি ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের কাউন্সিলর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম মোহামেডান ফুটবল ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক ইউসুফ শনিবার সকালে চট্টগ্রামের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বাদ আসর বরেণ্য এই ক্রীড়া সংগঠকের জানাযা শেষে শহরের হযরত গরীবউল্লাহ শাহ (রা.) কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। দু’দিন আগে স্ট্রোক করেছিলেন ইউসুফ। ইউসুফের অকাল প্রয়াণে ক্রীড়াঙ্গনে চলছে শোকের মাতম। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, বাহফে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংস্থা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের দুই ম্যাচ শুরুর আগে ইউসুফের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। বাহফেতে এর আগে তিনি সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। তিনি ভারপ্রাপ্ত সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। হকি ফেডারেশনে অভ্যন্তরীণ কোন্দল অনেক। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি হাসিমুখে কর্মকা- করেছেন। ছিলেন বিনয়ী, সহযোগিতাপরায়ণ। সবার সঙ্গে করতেন সুন্দর-ভদ্র-মার্জিত আচরণ। এজন্য সবার অত্যন্ত প্রিয় ছিলেন ইউসুফ। বেশ কিছুদিন ধরেই ডায়াবেটিসসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর মধ্যেই হঠাৎ করেই হার্টে ব্লক ধরা পড়ে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর