• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চা দিতে দেরি হওয়ায় মাথা কেটে হত্যা!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

শীতের সকালে স্ত্রীর কাছে চা চেয়েছিলেন স্বামী। কিন্তু তা দিতে দেরি হওয়ায় স্বামী ও স্ত্রীর মধ্যে শুরু হয় ঝগড়া। এর এক পর্যায়ে হঠাৎ তরোয়ালের আঘাতে স্ত্রীর শিরশ্ছেদ করেন স্বামী। পরে ছেলের অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এমন নৃশংস ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের ভোজপুর গ্রামে। জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম ধর্মবীর। বয়স ৫২ বছর। স্ত্রীর নাম সুন্দরী (৫০)। তাদের চার সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো ঘটনার দিন সকালে সুন্দরীকে চা আনতে বলেছিলেন ৫২ বছর বয়সী ধর্মবীর। কিন্তু চা করতে সময় লাগবে বলে জানিয়েছিলেন স্ত্রী। এতে সুন্দরীর উপর ক্ষেপে যান ধর্মবীর। এরপর চা দেরিতে বানানো নিয়ে নিয়ে তাদের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। এর এক পর্যায়ে হঠাৎ স্বামী একটি তরোয়াল নিয়ে এসে সুন্দরীর শিরশ্ছেদ করেন। ঝগড়ার সময় দম্পতির চার সন্তান অন্য ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। অন্যদিকে চিৎকার শুনে শুনে আসেন প্রতিবেশীরাও। ঘরে ভুক্তভোগীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। এরপর দম্পতির এক ছেলে স্থানীয় থানায় খবর দিলে, পুলিশ এসে দেহটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ধর্মবীরকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। গাজিয়াবাদের সহকারী পুলিশ কমিশনার জ্ঞানপ্রকাশ রাই জানিয়েছেন, ঝগড়ার সময় পিছন থেকে স্ত্রীর ঘাড়ে তরোয়ালের কোপ মেরেছিলেন ধর্মবীর। খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর