• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে করোনা ঠেকাতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

বগুড়ার ধুনট উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় সামাজিক নিরাপদ দুরত্ব নিশ্চিত করতে সড়ক গুলোতে বেড়া দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে জরুরি সেবা বাদে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

 

মঙ্গলবার সকালের দিকে সরেজমিন এ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে পৌর এলাকায় ঢোকা-বের হওয়ার ক্ষেত্রে অধিকতর কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ শহরের বাইরে যেতে পারছেন না। এছাড়া বাইরে থেকেও শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। করোনার সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে ঘরে থাকতে বাধ্য করার জন্যই পৌরসভার মেয়র এজিএম বাদশাহ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 

মূল শহরে প্রবেশের আগে কয়েকটি মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ ও আনছার ভিডিপি সদস্যরা। শহরের অলিগলি, প্রতিটি মহল্লা ও সড়কে বসানো হয়েছে ব্যারিকেড। এভাবে মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। এছাড়া শহরে জনসমাগম ঠেকাতে উপজেলা প্রশাসনের সঙ্গে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও।

 

পৌর এলাকার মতোই উপজেলার মথুরাপুর গ্রামের সচেতন যুবকেরা নিজেদের উদ্যেগে গ্রামের প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বেড়ার পাশেই করোনাভাইরাস বিষয়ে সচেতনতামুলক দিক নির্দেশনা লেখা সাইনবোর্ড। সড়কের পাশে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই গ্রামে প্রবেশের আগে সাবান দিয়ে ভালভাবে হাত পরিস্কার করে লোকজনকে ঢুকতে দেখা গেছে।     

 

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌর এলাকার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শহর এলাকা থেকে কেউ জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারবেন না, আবার বাইরে থেকেও কেউ শহরে ঢুকতে পারবেন না। প্রতিদিনন দুপুর ২টার পর থেকে কেবল ওষুধের দোকান ছাড়া কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। 

 

এছাড়া জরুরী সেবা বাদে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। প্রতিদিন সচেতনতামুল প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পৌর এলাকায় জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। কর্মহীনদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার প্রতিটি গ্রামেই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলা জরুরী প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর