• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

লাশ পরিবহনে ১০ হাজার টাকা করে দিল প্রশাসন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

রাঙ্গামাটি বাঘাইছড়ির সাজেকে উদয়পুর সীমান্ত সড়কে নব্বই ডিগ্রি এলাকায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়াবে (বিআরটিএ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শিরীন আক্তার। এছাড়াও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ পরিবহন করার জন্য নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি এই তথ্য নিশ্চিত করেন। ইউএনও জানান, বর্তমানে ৭ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী ২ জনের লাশ শনাক্ত করা হচ্ছে। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং বাকীরা খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান। বুধবার বিকেলে সাজেকের উদয়পুরে যাওয়ার পথে সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ডাম্প ট্রাকটি গভীর খাদে পড়ে ৯ জন নিহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন এবং ৮ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এ তিনজন ঘটনার কয়েক ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতরা হলেন কক্সবাজারের রামুর আবদুস শুক্কুরের ছেলে জসিম উদ্দীন , ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রিয়াসত আলীর ছেলে এরশাদুল, কিশোরগঞ্জের আবদুল মোহন , একই এলাকার বাবু , গাজীপুর কাপাসিয়ার অলি উল্লাহ, একই এলাকার সাগর, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শহীদুল্লাহর ছেলে শাহ আলম, ময়মনসিংহের গৌরিপুরের আবদুল জব্বারের ছেলে তপু হাসান ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হেলাল উদ্দিনের ছেলে নয়ন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর