• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

হবিগঞ্জে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

হবিগঞ্জে রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের সুন্দর আলীর লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী বনগাঁও গ্রামের আলী হোসেনের লোকজনের দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে আলী হোসেনের লোকজন রাস্তার জায়গা ভরাট করে ফেলে। এতে সুন্দর আলীর লোকজন বাঁধা দিলে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে শিশু জান্নাত, সুলতানা, সায়েম, সাদত, নুশরাত, সিয়াম, ইতি, সামিয়া, সুমাইয়া, সুন্দর আলী (৭০), আব্দুল খালেক (৮০), ইদ্রিছ আলী (৩৫), কাউছার মিয়া (৩০), ফরিদ মিয়া (৫০), লাইলী আক্তার (৩৫), জোসনা বেগম (৪০), নাছিমা আক্তার (৩০), ফুলবানুসহ (৬০) ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর