• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

১০ কোটি টাকা লোপাট: অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা বরখাস্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখার অভিযুক্ত ম্যানেজারসহ ৩ ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন। এর আগে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার অনিয়মের অভিযোগে ৩ জন কর্মকর্তাকে আটক করে পুলিশ। বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবতীর্র ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবতী। রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা লোপাটের সত্যতা পাওয়া যায়। এরপর পুলিশ তিনজনকে আটক করে। তিনি আরো বলেন, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। অডিট টিমের প্রধান হলেন- সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন। বিষয়টি খতিয়ে দেখার পর অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে সত্যতা প্রমাণিত হলে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস হতে ৫ সদস্যবিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ব্যাংক শাখায় স্পেশাল অডিট করেন। অডিট টিম ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা টাকার গরমিল পায়। পরবর্তীতে উক্ত অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়। সাঁথিয়া থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের শুক্রবার বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আনোয়ার হোসেন সাগর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর