• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

২৪ ঘণ্টায় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

দিনাজপুরের ফুলবাড়ীতে হঠাৎ পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭ টাকায়। একদিন আগেও যা বিক্রি হয়েছে ৪২ টাকায়। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ১২ টাকা। বেশি দামে কেনায় খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে দাবি পাইকারদের। তবে, হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে সিন্ডিকেটের কারসাজি বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। শনিবার সকালে বিভিন্ন পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৭ টাকা কেজি দরে। আড়তে পর্যাপ্ত পেঁয়াজ মজুত থাকলেও শনিবার হঠাৎ সেই পেয়াজ কেজিতে ১০-১২ টাকা বাড়িয়ে বিক্রির অভিযোগ উঠেছে ৫৫-৫৭ টাকা কেজি দরে। জোহরাতুন নেছা নামে এক চিকিৎসক বলেন, শুক্রবার সকালে যে দোকান থেকে ৪৮ টাকা কেজি পেঁয়াজ নিয়েছি, একদিনের ব্যবধানে শনিবার সকালে তা বাড়তি ১২ টাকা বেশি দিয়ে নিতে হচ্ছে। খুচরা বিক্রেতা ওলিউর রহমান বলেন, পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়ালে খুচরা বাজারেও এর প্রভাব পড়ে এবং দাম বেড়ে যায়। ফলে আমরা বাধ্য হয়ে দু-একটা লাভে বাড়িত দামে বিক্রি করি। পেঁয়াজের পাইকারি আড়তদার বিধান বাবু বলেন, পাইকারি আড়তে কোনো সিন্ডিকেট নেই। মোকামে দাম বাড়লে আড়তে এমনিতেই দাম বেড়ে যায়। তাছাড়া আড়তদারদের কাছে পেঁয়াজ মজুদ না থাকায় দাম একটু বেড়েছে। ফুলবাড়ীর ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। পণ্য মজুদ করে কেউ সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর