• রোববার ০২ জুন ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

  • || ২৪ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কারাগারে পরীক্ষা দিয়ে একজন পাস, অন্যজন অকৃতকার্য

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩  

কুমিল্লা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল দুই শিক্ষার্থী। একজন পাস করেছে এবং আরেকজন এক বিষয়ে অকৃতকার্য। শুক্রবার ফল প্রকাশের পর এ তথ্য জানান সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধানরা।

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ছাত্রী নুসরাত তাবাসসুম মিম ও দাউদকান্দি উপজেলার সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী সাইফা আক্তার কারাগারে বসে এসএসসি পরীক্ষায় দেয়। 


সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, সাইফা আক্তার একটি হত্যা মামলার কারাবন্দি আসামি। গত বছর গণিত বিষয়ে অকৃতকার্য হয় সে। এবার সেই বিষয়ে ৩ দশমিক ৬১ পয়েন্ট পেয়েছে। বর্তমানে জামিনে রয়েছে সে। 

মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া জানান, নুসরাত পারিবারিক একটি বিষয় নিয়ে কারাগারে সেইফ হোমে ছিল। এ সময় পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে কারা কর্তৃপক্ষ সেই সুযোগ দেয়। কিন্তু পদার্থবিজ্ঞানে অকৃতকার্য হয়েছে সে। অন্যসব বিষয়ে পাস করেছে। এখন জামিনে রয়েছে সে।

কুমিল্লার সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দুই শিক্ষার্থী কুমিল্লা কারাগারে পরীক্ষা দিয়েছিল। কিন্তু ফল প্রকাশের আগেই তাদের জামিন হয়ে যায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর