• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

২৮ অক্টোবরের নাশকতার মূল পরিকল্পনাকারী ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩  

রাজধানীতে গত ২৮ অক্টোবরের নাশকতার মূল পরিকল্পনাকারী ঢাকা দক্ষিণ ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক শামীম মাহমুদ ও প্রত্যক্ষ অংশগ্রহণকারী মারুফকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামীম মাহমুদ গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন নয়াপল্টন এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা-ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিল। আর মারুফ পল্লবীতে বাসে আগুন দিয়েছিল বলে জানিয়েছে ডিএমপি। মঙ্গলবার রাজধানীর মুগদা এলাকা থেকে শামীম ও বুধবার মিরপুর থেকে মারুফকে গ্রেফতার করা হয়। বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, শামীম গত ২৬ অক্টোবর থেকে নাশকতার পরিকল্পনা করছিল। ২৮ অক্টোবরের ভিডিও ফুটেজে দেখা গেছে, সে ব্যাগে করে ককটেল নিয়ে নয়াপল্টনে বিএনপির পার্টি অফিস ও রাজারবাগ পুলিশ হাসপাতালে ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছে। সে ঢাকা দক্ষিণ ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক। জিজ্ঞাসাবাদে শামীম জানায়, কেন্দ্রীয় এক নেতার নির্দেশে সমাবেশের আগে দনিয়া ফুটওভার ব্রিজের নিচে গিয়ে মারুফ নামে একজনের কাছ থেকে একটি ব্যাগ সংগ্রহ করে। সেটি এনে রিয়াদ নামে একজনের কাছে দেয়। রিয়াদ ব্যাগটি নয়াপল্টনে পৌঁছে দেয়। এরপর ২৮ তারিখ তারা নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নামে। অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, গত ৫ অক্টোবর রাজধানীর সবুজবাগের মানিকদী গ্রিন মডেল টাউনের শেষ মাথায় খালপাড়ে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হলে, দুস্কৃতকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ককটেল, পেট্রল বোমা, তরল পেট্রল, একটি মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। সেই মোটরসাইকেলের সূত্র ধরে ছাত্রদল নেতা শামীমকে শনাক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ২৮ অক্টোবরের নাশকতায় প্রত্যক্ষ অংশগ্রহণকারী মারুফকেও গ্রেফতার করা হয়েছে। সে রাজধানীর পল্লবীতে বাসে অগ্নিসংযোগ করেছিল। জিজ্ঞাসাবাদে মারুফ জানায়, বিএনপি নেতা সাজ্জাদ ও জসিমের নির্দেশে ৩ হাজার টাকার বিনিময়ে কেরোসিন ঢেলে বাসে আগুন দেয় সে। ঐ ঘটনায় পল্লবী থানায় মামলা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর