• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

‘আমারে বাঁচান, ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩  

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডি থেকে নির্যাতনের শিকার সুমি নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধানমন্ডির ১১ নম্বর রোডের ৪০/বি বাড়ির একটি ফ্ল্যাট থেকে ঐ গৃহকর্মীকে উদ্ধার করা হয়। বুধবার ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ গৃহকর্মী ৯৯৯-এ ফোন করে বলেন, ‘আমারে বাঁচান। ওরা অত্যাচার কইরা আমারে মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।’ ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ ঐ গৃহকর্মীর আকুতি শুনে তাৎক্ষণিক ধানমন্ডি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের আহ্বান জানান। পরে ৯৯৯-এর ডেসপাচার এসআই আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খবর নিতে থাকেন। পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সংবাদ পেয়ে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ঐ গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকদের ডেকে সুমিকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর