• সোমবার ০৩ জুন ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১৯ ১৪৩১

  • || ২৫ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রাণীনগরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি হেলাল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আনোয়ার হোসেন হেলালকে অভ্যর্থনা জানিয়েছেন সংসদীয় এলাকার নেতাকর্মীরা। মঙ্গলবার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় এবং ভালোবাসায় সিক্ত হন এমপি আনোয়ার হোসেন হেলাল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার ঢাকা থেকে এলাকায় ফেরার খবরে বেলা ১১টার দিকে সংসদীয় এলাকার আওয়ামী লীগের প্রায় ৬ হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাতে বগুড়ার আদমদীঘিতে স্কুল মাঠে অবস্থান নেন। এ সময় এমপি আনোয়ার হোসেন হেলাল গাড়ি থেকে নামলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এরপর এমপি হেলালকে সঙ্গে নিয়ে নিজ এলাকা রাণীনগরে ফেরেন নেতাকর্মীরা। পরে রাণীনগর সদরে নিজ কার্যালয়ে তাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এমপি আনোয়ার হোসেন হেলাল বলেন, এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। যে কারণে প্রধানমন্ত্রী আমাকে দ্বিতীয়বারের মতো এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাওয়ার খবরে এলাকার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে অভ্যর্থনা জানাতে সমবেত হয়েছেন। আমি এলাকার জনসাধারণের প্রতি কৃতজ্ঞ। এ সময় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সহ-সভাপতি ফরিদা বেগম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামানিকসহ দুই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর