• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাল্য বিয়ে প্রতিরোধে শপথ নিলেন শ্রীবরদীর সহাস্রাধিক লোক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

ময়মনসিংহ বিভাগকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণাকে কেন্দ্র করে শেরপুরের শ্রীবরদীতে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ নিলেন দশ সহাস্রাধিক লোক। বুধবার বাল্য বিয়ে প্রতিরোধে নানা কর্মসূচীর পালনের অংশ হিসেবে পৌরশহরসহ উপজেলার ১০টি ইউনিয়নের এক সাথে এ শপথ নেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্তরে গণস্বাক্ষর শেষে বাল্য বিয়ে বিরোধি র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। 

 

এর আগে উপজেলা পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাল্য বিয়ে বিরোধি শপথ বাক্য পাঠ করানো হয়। এতে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। পরে বাল্য বিরোধি ঐক্য গড়ে তোলার আহবানে অনুষ্ঠিত হয় গণস্বাক্ষর। এসব কর্মসূচীতে অংশ গ্রহণ করে বাল্য বিরোধি অভিযানে একাত্ততা পোষণ করে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজজোহরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, সমবায় কর্মকর্তা মহিবুর রহমান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, সুশিল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।

 

একি সময়ে উপজেলার গোসাইপুর ইউনিয়নে বণ্যাঢ্য র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোসাইপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচী শেষে বের হয় বর্ণ্যাঢ্য র‌্যালী। র‌্যালীটি শ্রীবরদী হতে শেরপুর সড়কে ভারেরা এসপি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত হয় মানববন্ধন। 

 

এতে বক্তব্য রাখেন গোসাইপুর ইউপি চেয়ারম্যান এসএম জুবায়েল হোসেন, ইউপি সচিব ছাইয়েদুল আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, ভারেরা এসপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গির আলম, কাজী আব্দুল বাতেন, ইউপি সদস্যা জাহানারা বেগম চাদনী ও রাহেলা বেগম প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউপি সদস্য হান্নান মিয়া। এতে স্থানীয় বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর