• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রফতানি বন্ধের ঘোষণায় হিলিতে বাড়ল পেঁয়াজের দাম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

রফতানি বন্ধের ঘোষণায় দেশের বাজারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলিতে আগের দিনের তুলনায় প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ টাকা। যদিও ভারত সরকারের রফতানি নিষেধাজ্ঞার খবর দেশের বাজারে স্থায়ী প্রভাব ফেলবে না বলে দাবি ব্যবসায়ী ও আমদানিকারকদের। মঙ্গলবার (২৬ মার্চ) সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই দেশি পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আগে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি হলেও আজ তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রানা হোসেন বলেন, দুদিন আগে পেঁয়াজ কম দামে কিনেছিলাম, আজ কেজিপ্রতি ১০ টাকা বাড়তি। দাম বাড়তির কারণে কম করে পেঁয়াজ কিনেছি। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‌আগে কম দামে কিনেছি, কম দামেই বিক্রি করেছি। এখন বাড়তি দামে কিনতে হচ্ছে, সে মোতাবেক বাড়তি দামেই বিক্রি করা লাগছে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ বলেন, অনির্দিষ্টকালের জন্য ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবর শুরুর দিকে দেশের বাজারে কিছুটা প্রভাব ফেলেছিল। তবে দেশি পেঁয়াজ উঠতে শুরু করায় দাম সহনীয় ছিল। ঈদুল ফিতরের পর আসবে ঈদুল আজহা। এ সময় পেঁয়াজের চাহিদার পাশাপাশি দাম বাড়ার কিছুটা সম্ভাবনা আছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর