• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টেকনাফে নৌকার পাটাতনের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

কক্সবাজারের টেকনাফে নৌকার পাটাতনের নিচে রাখা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাতে সাবরাং ইউপির আশিকানিয়া এলাকা সংলগ্ন নাফনদীর তীর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে আশিকানিয়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যে সাবরাং বিওপির চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। বিজিবি টহলদল চার ব্যক্তিকে একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর তীরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে পাটাতনের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত নৌকাটিও উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, চোরাকারবারিদেরকে শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর