• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নরসিংদীতে জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

নরসিংদীর বেলাব থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সক্রিয় সদস্য গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত ২০ বছর বয়সী মাহিন উদ্দিন বেলাব থানার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ওসি আজিজুর রহমান। এর আগে, বুধবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পরিচালক শিরিন আক্তার জাহান জানান, গ্রেফতারের সময় মাহিন উদ্দিনের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি স্মার্টফোন, দুইটি সিমকার্ড, তিনটি বিভিন্ন উগ্রবাদী বই এবং দুইটি ফেসবুক আইডির স্ক্রিনশট জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাহিন ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে বেলাব থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটা মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর