• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

আলিয়ঁসে অনুপমের ‘কাব্যচিত্র’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে রেজা আসাদ আল হুদা অনুপমের একক চিত্র প্রদর্শনী ‘কাব্যচিত্র’। প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
অনুপম ছবি এঁকেছেন বিমূর্ত ফর্মে যার ভেতর আছে রূপান্তর ও পরিবর্তন, দূরত্ব। অনুপম হুদার আঁকা ছবি টোন, লাইন, কালার, টেকচার, কম্পোজিশন, ফর্ম সব মিলিয়ে ক্যানভাসে তাই গভীর শিল্প হয়ে ওঠে।
অনুপমের আঁকা ছবি তার লেখা কবিতার ভাষার মতো সরল। ভঙ্গি অতিনমনীয়। সেখানে প্রেম আছে, আছে দ্রোহ। তবে চিৎকার নেই, শান্ত ও নির্লিপ্ত। মনে হয় এ যেন নিজের কথা, নিজের ভাবনা। বাস্তব আর কল্পনা মিশে যায় এক রেখায়। প্রদর্শনীতে ছোট বড় মিলিয়ে মোট ২৬টি চিত্র কর্ম আছে। সবগুলো ছবি ক্যানভাসের ওপরে অ্যাক্রেলিক রঙে আঁকা। অনুপম ক্যানভাসে রঙের বিভিন্ন গঠন ও বুননের মাধ্যমে একটি আলাদা বিন্যাস তৈরি করে। সেই বিন্যাসের ওপরে থাকে রং আর ফর্মের এক অদ্ভুত কম্পোজিশন। অনুপমের আঁকা ছবি মূলত বিমূর্ত।

এই বিমূর্ত ছবির ভেতরেও কতক ক্যানভাসে সে খানিক মূর্ত অবয়ব নিয়ে এসেছে। এসব এসেছে প্রতিকীরূপে। নিসর্গেও মাঝে নৌকা, কোনোটিতে এসেছে কবুতর, চড়ুই, শালিক। আবার সন্ধ্যার প্রেম, দুপুরের একাকিত্ব বোঝাতে রঙের নানা রূপ টেক্সচার, ফর্ম, লাইন। আবার দেখা যায় নারী অবয়ব। তবে অনুপম হুদার এই প্রদর্শনীর সবগুলো ছবিতেই মূর্ত ও বিমূর্তেও এক অদ্ভুত সমন্বয় খুঁজে পাওয়া যায়। বলা যায় যা একেবারে নতুন, অনুপমের ছবি আঁকার নিজস্ব ভঙ্গি। ‘কাব্যচিত্র’ চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর