• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ছুটির দিনে হয়ে যাক ‘ইলিশ মাছের পোস্ত’, রেসিপি...

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

ইলিশ দুই বাংলার সবার খুব পছন্দের একটা মাছ। আর ইলিশ মাছ মানেই ভিন্ন রকম স্বাদ।
তাই ছুটির দিনে যদি ইলিশ মাছ দিয়ে ‘ইলিশ মাছের পোস্ত’ রান্না করা হয়; তাহলে সেটি হবে আরো মজাদার ও সুস্বাদু। কারণ, ছুটির দিনটি যেমন সবার কাছে প্রিয়; ঠিক তেমনি ইলিশও সবার প্রিয়।

এবার আপনি চাইলেই খুব সহজে প্রস্তুত করতে পারেন ‘ইলিশ মাছের পোস্ত’। তো দেখে নিন রেসিপি-

উপকরণ

ইলিশ মাছ ৬ পিস
লবণ স্বাদ মতো
তেল পরিমাণ মতো
শুকনো মরিচ ৩-৪টি
পাঁচ ফোড়ন পরিমাণ মতো
রসুন কুচি
কালো জিরা সামান্য পরিমাণ
মিশ্রিত পোস্তদানা
সরিষা বাটা পরিমাণ মতো
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
পানি পরিমাণ মতো


প্রণালী
প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ নিতে হবে। এরপর লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করতে হবে।

একটি মাটির পাত্রে তেল দিন। এরপর তাতে শুকনো মরিচ, পাঁচ ফোড়ন, রসুন কুচি, কালো জিরা, মিশ্রিত পোস্তদানা সরিষা বাটা,লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

কষানো হলে মেরিনেট করা ইলিশ মাছ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের পোস্ত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর