• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ভারত থেকে আসছে ১৬৫০ টন পেঁয়াজ : বাণিজ্য প্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

ভারত থেকে এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ দুই-তিনদিনের মধ্যে দেশে আসছে। দর্শনা স্থলবন্দর দিয়ে ট্রেনে করে দেশে এই পেঁয়াজ ঢুকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সরকারি পর্যায়ে চুক্তির ৫০ হাজার মেট্রিক টনের প্রথম চালান ট্রেনে করে দেশে আসবে। সেটি টিসিবির মাধ্যমে সুলভমূ্ল্যে বাজারজাত করা হবে বলেও বাণিজ্য প্রতিমন্ত্রী জানান। এদিকে, অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। তবে, এ ঘোষণার সঙ্গে বাংলাদেশের চুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আজ রবিবার (২৪ মার্চ) বিকালে আইবিএফবি আয়োজিত ‘নিত্যপণ্যের দামের ওপর সিন্ডিকেট এবং প্রতিযোগিতার প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভারতের নিষেধাজ্ঞার ব্যাপারে জানতে চাওয়া হলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে বাংলাদেশের চুক্তির কোনো সম্পর্ক নেই। প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের সব প্রক্রিয়া শেষ। এখন ট্রেনে লোড হচ্ছে।’ অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে রপ্তানির ওপর ন্যূনতম মূল্যের বিধিনিষেধ দিয়েছিল ভারত সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল রাখা হয়। এবার দেশটি জানাল, এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানো হয়েছে। তবে কতদিন নিষেধাজ্ঞা থাকবে, তা জানানো হয়নি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর