• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে দেওয়া হবে কারিগরি সহায়তা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। গতকাল সোমবার গুলশানে সংস্থাটির কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে মেয়র আতিক বলেন, ডিএনসিসি একটি প্রকল্পের মাধ্যমে ৫৪ ওয়ার্ডের মধ্যে ২১টিতে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র পরিচালনা করছে। আগামী বছরের মধ্যে প্রকল্পটি শেষ হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিদিনই রাজধানীতে বাড়ছে নদীতে ঘরবাড়ি বিলীনের শিকার মানুষ। বিশাল এ জনগোষ্ঠীর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত চ্যালেঞ্জিং। এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রের উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা চান তিনি। এ সময় সায়মা ওয়াজেদ ডিএনসিসির প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের উন্নয়নে তাঁর সংস্থার পক্ষ থেকে সব ধরনের কারিগরি সহায়তার আশ্বাস দেন। বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বার্ধন জং রানা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, মেয়রের উপদেষ্টা ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর