• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে এম এ রশিদ হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

জামালপুরে এম এ রশিদ হসপিটালে হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর এম এ রশীদ হসপিটালে অপঁঃব গও অহফ অঃুঢ়রপধষ ঢ়ৎবংবহঃধঃরড়হ ( হার্ট অ্যাটাক এবং চিকিৎসা ও প্রতিকার) বিষয়ে এক ঈগঊ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মুল বিষয়বস্তু উপস্থাপন করেন এম এ রশীদ হাসপাতালের ইমারজেন্সি বিশেষজ্ঞ ডা: নূর এ আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.এ রশীদ হাসপাতালের উগঝ ব্রি.জে. ডা: (অব:) মোর্শেদ রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ রশীদ হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান এবং হসপিটালের ঈঈট বিভাগের কো-অর্ডিনেটর এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: হিকমত আলী। এ সময় বক্তারা জামালপুরে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে এম এ রশীদ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন হার্টের চিকিৎসার জন্য এখন জামালপুর থেকে ময়মনসিংহ কিংবা ঢাকা যাবার প্রয়োজন নেই।এমএ রশীদ হাসপিটালেই এর আধুনিক ও মানসম্মত চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় জামালপুরে এই প্রথম ঈঈট চালু করা হয়েছে এবং ইতোমধ্যে ঈঈটতে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়ে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেও গেছেন বলেও জানানো হয়।
এ বিষয়ে এম এ রশীদ হাসপাতালের হেড অব অপারেশন এম এ জলিল খান বলেন ,এম এ রশীদ হসপিটাল জামালপুরে প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায়ীক উদ্দ্যেশে নয় বিশ্বমানের সকল ধরনের চিকিৎসা সেবা সল্প খরচে উন্নত সেবা দিয়ে জামালপুরের মানুষের সেবা দেওয়ার জন্যই এখানকার প্রত্যেকটি ডাক্তার ও হসপিটাল সংশ্লিষ্ট সকলেই নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। অত্যাধুনিক এম এ রশীদ হসপিটাল দেশের স্বনামধন্য ডাক্তার ও হসপিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন প্যাকেজে আধুনিক চিকিৎসা সেবার পাশাপাশি ২৪ ঘন্টা ইমারজেন্সি সেবা প্রদান করে আসেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে এম এ রশিদ হসপিটালের সকল ডাক্তার বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলো ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর