• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে বন্যা : ত্রাণ দিলেন জেলা প্রশাসক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে জামালপুরের দেওয়াগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, চিকাজানি ইউনিয়নের বোরখাল ও পানাতি পাড়া এলাকায় দেখা গেছে নদী ভাঙ্গন দৃশ্য। নদীগর্ভে বিলিন হচ্ছে বসতি বাড়িসহ ফসলি জমি। নদীভাঙ্গার ফলে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

এদিকে জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ ২ সেপ্টেম্বর সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের গুজিমারি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ১৩০টি পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের চাল, ডাল, তেল, লবণ, চিড়া, সুজি বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাযহারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর