• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

এই মুহূর্তে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই : খাদ্যমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ মে ২০২৪  

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে খোলা বাজারে এখনই চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। আজ জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে যথেষ্ট খাদ্য মজুদ থাকায় এই মুহূর্তে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই”। সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে ধানের যথেষ্ট মজুদ রয়েছে এবং ইতিমধ্যে দেশে বোরো সংগ্রহ শুরু হয়েছে। ধান চাল সংগ্রহ কর্মসূচির আওতায় সরকার কৃষকদের কাছ থেকে ১৭ লাখ টন ধান সংগ্রহ করবে এবং এরই মধ্যে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত চালের সরবরাহ থাকায় দ্রব্যমূল্য বিশেষ করে চালের দাম এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর