• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে দ্বায়িত্ব পালনকালে রুহুল আমিন নামে এক ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। রুহুল আমিন যশোরের বেনাপোল পৌরসভার শর্শার কোরবান আলীর ছেলে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের অধীন, সোনামসজিদ স্থলবন্দরে রুহুল আমিন ট্রাফিক ইন্সপেক্টরের দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। মৃত রুহুল আমিন যশোরের বেনাপোল পৌরসভার শার্শার কোরবান আলীর ছেলে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ট্রাক পরিদর্শন শেষে দুপুর পৌনে ১টার নিজ অফিস কক্ষে ফিরে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। সহকর্মীরা দ্রুত তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ বলেন, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে যারা নিয়ে এসেছিলেন তারা বলেছেন তিনি তৃষার্ত ছিলেন, পানি খেতে চেয়ে ছিলেন। তবে তার মৃত্যু যে হিটস্টোকে হয়েছে এটা নিশ্চিত করে এখনই বলা যাবে না। তবে এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে তাই এটার প্রভাব থাকতেও পারে। সেইসঙ্গে তার পূর্বের অন্য কোনো রোগের ইতিহাসও আমাদের জানা নেই। তাই ‘হিটস্টোকে মৃত্যু’ এ সিদ্ধান্ত এখনই বলা যাবে না।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর