• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ধর্ষণ মামলার সাজা নিয়ে ৯ বছর ধরে পলাতক তিনি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ মে ২০২৪  

চট্টগ্রামের মীরসরাইয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রমজান আলীকে নগর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম। এর আগে, বৃহস্পতিবার বিকেলে নগরের খুলশী থানার ওয়াসার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান আলী মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বামন সুন্দর এলাকার ছালেহ আহম্মদের ছেলে। র‍্যাব জানায়, ২০১৪ সালের ২৩ জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে জোরারগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলাটির বিচার প্রক্রিয়া শেষে আসামি রমজান আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল-আলম বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রমজান আলীকে গ্রেফতারের লক্ষ্যে নজরদারি ও ছায়াতদন্ত অব্যাহত রাখে র‍্যাব। একপর্যায়ে র‍্যাবের কাছে তথ্য আসে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে নগরের খুলশী থানার ওয়াসার মোড় এলাকায় অবস্থান করছেন তিনি। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব কর্মকর্তা শরীফ-উল-আলম আরো বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে রমজান আলী উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন। গ্রেফতার এড়াতে দীর্ঘ ৯ বছর নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিলেন তিনি। গ্রেফতারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর