• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মে ২০২৪  

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল বুধবার শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। 

ভোট গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। সন্ধ্যা থেকে ফলাফল আসা শুরু হয়। এর আগে, বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

ইসি সূত্র জানায়, এ ধাপে মোট এক হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮ জন প্রার্থী এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হলেন যারা:

দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে বর্তমান চেয়ারম্যান হারুন উর রশীদকে (টেলিফোন) পরাজিত করে সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শিমুল সরকার এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান হারুন উর রশীদ (টেলিফোন), সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ (মোটরসাইকেল) এবং আমিনুল ইসলাম (আনারস)।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে শাহিনুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারুল বেগম নির্বাচিত হয়েছেন।

মাগুরা: সদর উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান ও শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগ সদস্য শরিয়ত উল্লাহ রাজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র এক হাজার ২৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৩ হাজার ৫০৬ জন। শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৬৫২ জন। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫০ শতাংশ।

ফেনী: জেলার ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাফর উল্লাহ ভূঞা পেয়েছেন ৭৭৫ ভোট।

ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে টিয়া পাখি প্রতীকের আমজাদ হাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল বনিক তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ: জেলার বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ইকবাল হোসেন খান চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩১ হাজার ৮৩০ ভোট।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের দেওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বান্দরবান: সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে আব্দুল কুদ্দুস এবং আলীকদমে দোয়াতকলম প্রতীকে জামাল উদ্দিন (আওয়ামী লীগ) ৯ হাজার ৪৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুদ্দুস জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা।

সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৩ হাজার ৩২১ ভোট পেয়ে ফারুক আহমেদ (উড়োজাহাজ প্রতীকে) নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেহাইনু মারমা (প্রজাপতি)।

আলীকদমে ভাইস চেয়ারম্যান পদে ৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের রিটন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে শিরিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

বিরামপুর (দিনাজপুর): জেলার বিরামপুরে ঘোড়া প্রতীক নিয়ে পারভেজ কবির বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান আতাউর রহমান (চশমা) ও নারী ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন (বৈদ্যুতিক পাখা) প্রতীকে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন ফলাফল ঘোষণা করেন।

চট্টগ্রাম: জেলার সন্দ্বীপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম আনোয়ার হোসেন (আনারস) ৪১ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন (কাপ পিরিচ) পেয়েছেন ২ হাজার ৫৩১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হালিমা বেগম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩৬ হাজার ৭৫৫  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার: জেলার সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। বুধবার ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা এই উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও সদর উপজেলায় বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন রশিদ মিয়া এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক রোমেনা আক্তার।

বগুড়া: জেলার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মিনহাদুজ্জামান লিটন আবারো নির্বাচিত হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মিনহাদুজ্জামান লিটন আনারস প্রতীকে মোট ২০ হাজার ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির হোসেন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৪৫ ভোট।

মেহেরপুর: জেলার মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ১৭ হাজার ৬৩ ভোট পেয়ে আমাম হোসেন মিলু বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

এছাড়া টিউবওয়েল প্রতীক নিয়ে ২০ হাজার ৬৫২ ভোট পেয়ে বিএম জাহিদ হাসান রাজিব ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং কলস প্রতীক নিয়ে ২০ হাজার ৫৮ ভোট পেয়ে মোছা. তকলীমা দ্বিতীয়বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

ফরিদপুর: কারাগারে থেকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো. সামচুল আলম চৌধুরী।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর