• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল, অ্যাসেম্বলি বন্ধ থাকবে তাপদাহের পর দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে: আশঙ্কা বিএমডি’র আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি আনিছুর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আহ্বান আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে

সখীপুরে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্যবিয়ের আয়োজন করার দায়ে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।

আদালত জানায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া ছাপড়া গ্রামের সোহেল রানার মেয়ে বিথী আক্তারের (১৬) সাথে তক্তারচালা গ্রামের এক ছেলের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে অভিযান চালায়। ঘটনার সততা পাওয়া মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়েটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে যায়। আমাদের যাওয়ার বিষয়টি ছেলে পক্ষের লোকজন খবর পেলে তাদের পাওয়া যায়নি। পরে মেয়ের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর