• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেলদুয়ারে ঈদের আগের দিনই ঈদ পালন করলেন ৪০ পরিবার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ জুলাই ২০২১  

টাঙ্গাইলে গ্রামের ৪০ টি পরিবার ঈদযাপন করলো পবিত্র ঈদুল আযহা। মঙ্গলবার (২০জুলাই) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে দেলদুয়ারে উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনাড়া গ্রামের ওই ৪০পরিবার ঈদ উদযাপন করে। সকাল ৮ টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গ্রামের দুই শতাধিক নারী পুরুষ ঈদের নামাজ আদায় করেন। সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করলেও কোনো ধরনের স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি মুসুল্লীদের। নামাজে স্থানীরা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা মুসুল্লীরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে পশু কোরবানী করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লাউহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ফিরোজ।

তিনি জানান. ২০১২ সাল থেকে ইউনিয়নের দাড়িয়াপুর এলাকার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর