• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

উল্লাপাড়ার ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৩ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আ’লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি গণভবনে আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত করে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ।

মনোনয়ন বোর্ডের তালিকা ও দলীয় সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন পেয়ে মাঝি হলেন যারা, তারা হলেন- ইঞ্জিনিয়ার শওকাত ওসমান (সলপ ইউনিয়ন পরিষদ), মোঃ রেজাউল করিম বাচ্ছু (উধুনিয়া ইউনিয়ন পরিষদ), মোঃ হুমায়ুন কবির লিটন (বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ), আবুল কালাম আজাদ মক্কা (লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদ), মোঃ আফছার আলী (দূর্গানগর ইউনিয়ন পরিষদ), মোঃ তৌহিদুল ইসলাম ফিরোজ (পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ), মোঃ আব্দুস সালেক (উল্লাপাড়া ইউনিয়ন পরিষদ), মোঃ হেলাল উদ্দিন ( কয়ড়া ইউনিয়ন পরিষদ). রেজাউল ইসলাম তপন (পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ), মোকলেছুর রহমান তালুকদার (সলঙ্গা ইউনিয়ন পরিষদ), আলম রেজা ( হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ), মোঃ সোহেল রানা (বাঙ্গালা ইউনিয়ন পরিষদ) ও মোঃ রফিকুল ইসলাম (রামকৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ)।

উল্লাপাড়ায় ১৩ টি ইউনিয়নরে মধ্যে ১০ টিতে আ’লীগ দলীয় পুরাতন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে দল। বাকী ২ টিতে গত নির্বাচনের পরাজিত প্রার্থী এবং ১ টিতে নতুন মুখকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করে যেিচ্ছন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে যোগ্য, দক্ষ ও বিশ্বস্ত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেছেন আ’লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর