• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

পোষা পাখি ধরতে গিয়ে দগ্ধ ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা পাখি ধরতে গিয়ে ‘রবিনহুড রেস্কিউ’ টিমের তিন সদস্য বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আতিফ (২২), রুপক (১৮) ও শফিকুল ইসলাম (৪০)। রবিনহুড রেস্কিউ টিমের লিডার রবিন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হাসনাবাদ এলাকায় যাই। সেখানে বিদ্যুতের তারে বসে থাকা একটি পোষা পাখি ধরতে গিয়ে এগিয়ে যায় রেস্কিউ টিমের তিন সদস্য। তারা লাঠির ফাঁদ দিয়ে পাখিটিকে ধরতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। আতিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।’ চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দগ্ধ তিনজন জরুরি বিভাগে রয়েছে। তাদের মধ্যে আতিফ ৯৮ শতাংশ, রুপক ৫ শতাংশ ও শফিকুলের ৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। আতিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর