• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
থাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কাল, অ্যাসেম্বলি বন্ধ থাকবে রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকবেনা সাতক্ষীরায় রাসায়নিকে পাকানো চারশ’ কেজি আম জব্দ তাপদাহের পর দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে: আশঙ্কা বিএমডি’র আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : ইসি আনিছুর উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে

জেলের জালে উঠে এলো মানব ভ্রুণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে জেলের জালে উঠে এসেছে একটি মানব ভ্রূণ। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। বুধবার (২৭ মার্চ) দুপুরে সোমেশ্বরী নদীর শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার দুপুরে সোমেশ্বরী নদীতে কয়েকজন জেলে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তাদের জালে উঠে আসে মানব ভ্রূণটি। আশপাশের লোকজন বিষয়টি দেখে চমকে ওঠে। জানার কৌতূহলে সেখানে ভিড় করেন পথচারীসহ স্থানীয়রা। পরে মানব ভ্রূণটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ বলেন, হাত-পা ও মাথাসহ সবকিছু দেখে মনে হচ্ছে অপরিপক্ক মানুষের বাচ্চা। দুর্গাপুর সার্কেল অফিসার মো. আক্কাছ আলী জানান, যেহেতু নদীতে পাওয়া গেছে সেহেতু মানুষের বাচ্চা না কি তা আগেই বলা যাচ্ছে না। পুলিশ হেফাজতে রয়েছে। ডিএনএ টেস্ট করার পর বোঝা যাবে। দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, বর্তমানে এটি থানা হেফাজতে হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর