• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

খুলনায় সুলভ মূল্যে দুধ ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দফতর খুলনা আয়োজিত সুলভ মূল্যে দুধ এবং ডিম বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর শেরে বাংলা রোডস্থ জেলা প্রাণিসম্পদ অধিদফতরের নিজস্ব কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি থেকে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনায় দেশের কৃষি ও প্রাণিজ সম্পদের অনেক উন্নতি সাধিত হয়েছে। কৃষিপণ্যের মূল্য এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তিনি বলেন, কৃষি পণ্যের পাশাপাশি ডিম, দুধসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উৎপাদনকারী ও ব্যবসায়ীরা যদি স্বল্প মুনাফায় ব্যবসা করে তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃস্টির সুযোগ থাকে না বলে তিনি মন্তব্য করেন। সিটি মেয়র সময়োপযোগী এ কর্মসূচি গ্রহণ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রণিসম্পদ অধিদফতরের এ উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে। বিষয়টি বিবেচনায় রেখে এ কর্মসূচি দীর্ঘায়িত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক ও প্রাণিসম্পদ দফতর-খুলনার বিভাগীয় পরিচালক মো. লুৎফর রহমান। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বাংলাদেশ পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির খুলনা বিভাগীয় মাহসচিব ও বিভাগীয় সমন্বয়কারী এমএম সোহরাব হোসেন, কেসিসি’র ভেটেরিনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের ডেপুটি ডাইরেক্টর ড. এবিএম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর